শিরোনাম: |
দূরপাল্লার রকেট উৎক্ষেপণ করল উত্তর কোরিয়া
|
![]() দূরপাল্লার রকেট উৎক্ষেপণ করল উত্তর কোরিয়া উত্তর কোরিয়া একটি দূরপাল্লার রকেট উৎক্ষেপণ করেছে। বিবিসি জানিয়েছে, সমালোচকেরা এটিকে নিষিদ্ধ ঘোষিত ক্ষেপণাস্ত্র প্রযুক্তির পরীক্ষা হিসেবে বর্ণনা করছেন। দেশটির রাষ্ট্রীয় টেলিভিশন ঘোষণা করেছে, তারা সফলভাবে কক্ষপথে স্যাটেলাইট স্থাপন করতে পেরেছে। এই রকেট উৎক্ষেপণের নিন্দা জানিয়েছে জাপান, দক্ষিণ কোরিয়া এবং যুক্তরাষ্ট্র। তারা জাতিসংঘ নিরাপত্তা পরিষদের একটি জরুরী বৈঠকও আহ্বান করেছে। উত্তর কোরিয়ার সিনিয়র প্রতিরক্ষা কর্মকর্তা রিউ জে স্যাং বলেছেন, এ ক্ষেপণাস্ত্রের নাম থ্রার্ড মিসাইল স্টিটেম। এই ক্ষেপণাস্ত্রটি বর্তমান বিশ্বে সবচেয়ে অগ্রসর ভূমিকা পালন করবে। শুধুমাত্র এই ক্ষেপণাস্ত্রটি তখনই কাজে লাগবে, যখন উত্তর কোরিয়া কোন হুমকীর সম্মুখীন হবে। |