শিরোনাম: |
তৈয়্যবিয়া মাদ্রাসায় সালানা জলসায় পানিসম্পদ মন্ত্রী
ইসলাম মানব জাতির কল্যাণ ও শান্তির নিদর্শন
|
![]() ফতেয়াবাদ গাউছিয়া তৈয়বিয়া দাখিল মাদরাসার এতিমখানা ও হেফজখানার উদ্যোগে বার্ষিক সালানা জলসা মাদরাসা প্রাঙ্গণে সভাপতি আলহাজ্ব কাজী এনামুল হকের সভাপতিত্বে শিক্ষানুরাগী সদস্য এস. এম মোরশেদ আলম চৌধুরীর পরিচালনায় গতকাল অনুষ্ঠিত হয়। এতে প্রধান অতিথি ছিলেন পানিসম্পদ মন্ত্রী ব্যারিষ্টার আনিসুল ইসলাম মাহমুদ এম.পি। তিনি বলেন, ইসলাম শান্তির ধর্ম, ইসলাম মানব জাতির কল্যাণ ও শান্তির নিদর্শন। আমি অত্র এলাকায় বিভিন্ন ধর্মীয় প্রতিষ্ঠানের উন্নয়নে বর্তমান সরকার কর্তৃক বিভিন্ন বরাদ্দ প্রদান করেছি। ভবিষ্যতে এ ধারা অব্যাহত থাকবে। প্রধান আলোচক ছিলেন চট্টগ্রাম সিটি কর্পোরেশনের মেয়র আলহাজ্ব আ জ ম নাছির উদ্দিন। তিনি বলেন, আমি মেয়র নির্বাচিত হওয়ার পর থেকে প্রতিদিন বিভিন্ন ওয়ার্ডের বিভিন্ন সমস্যা চিহ্নিতকরণসহ প্রয়োজনীয় পদক্ষেপ গ্রহণ করছি। এলাকাবাসীর আন্তরিক সহযোগিতা থাকলে প্রত্যেকটি ওয়ার্ডকে পরিষ্কার-পরিচ্ছন্ন সবুজ নগরীতে পরিণত করব। দেশব্যাপি একটি কুচক্রী মহল সরকারের সফলতায় ঈর্ষান্বিত হয়ে ইসলামের নামে জান মালের ক্ষতিসহ বিভিন্ন অপরাধ সংঘটিত করছে। বর্তমান সরকার জিরো টলারেন্স প্রয়োগের ফলে সন্ত্রাসী কার্যকলাপ বন্ধ হয়েছে। আমি অত্র প্রতিষ্ঠানের উন্নয়নে সার্বিক সহযোগিতার আশ্বাস প্রদান করছি। এতে বিশেষ অতিথি ছিলেন সিডিএ বোর্ড সদস্য আলহাজ্ব ইউনুছ গণি চৌধুরী, হাটহাজারী উপজেলা নির্বাহী কর্মকর্তা মোয়াজ্জম হোসেন, কাউন্সিলর তৌফিক আহমদ চৌধুরী, আলহাজ্ব এম এ কদর, ডাক্তার ইউসুফ মিয়া, মন্ত্রীর একান্ত সহকারী সচিব সৈয়দ মঞ্জুুরুল আলম, ওসি মো. ইসমাইল। স্বাগত বক্তব্য রাখেন অত্র মাদ্রাসা সুপার মুফতি মুহাম্মদ রফিকুল ইসলাম নেজামী। বক্তব্য রাখেন আলী আজগর চৌধুরী, শাহ আলম, জিয়া আমানত নয়ন, কাজী শওকত আকবর, দেলোয়ার হোসেন মিন্টু, কামরুজ্জামান বাবর, মুছা কোম্পানি, রিমন মুহুরী, মুহাম্মদ রাশেদ, আলাউদ্দিন সোহেল, মাওলানা মুহাম্মদ ইদ্রিছ, নুরুল আবছার কাদেরী, মো. শফি, ছৈয়দুল হক, মহিউদ্দিন, মাওলানা ইছা আহমদ, হাসান আলী, মাস্টার রতন কুমার দাশ, সায়মা নাজনিন, রুবি আক্তার, রোমানা আফরোজ, সৈয়দ আলী আকবর প্রমুখ। |