কক্সবাজার হোটেল মোটেল জোনের সুগন্ধা পয়েন্টের দারুচিনি রেস্তোরার সামনে থেকে ৩ হাজার ৬শ পিচ ইয়াবাসহ ৫ জনকে আটক করেছে র্যাব। ৪ জানুয়ারী দুপুর ২টার দিকে র্যাব-৭ কক্সবাজার ক্যাম্পের একটি দল উক্ত এলাকায় অভিযান চালিয়ে ইয়াবাসহ আসামীদের আটক করে। আটককৃতরা হল ঈদগাঁও জাগির পাড়ার মৃত নুরুল আলমের মেয়ে সোনিয়া আক্তার, উখিয়া চেপটখালীর আজিম উদ্দিনের মেয়ে নুর হাফসার, দক্ষিণ হ্নীলার পশ্চিম সিকদার পাড়ার মৃত আমির হোসেনের পুত্র নুর হোসেন, শহরের টেকপাড়ার মোহাম্মদ ছৈয়দের পুত্র আব্দুল হামিদ ও ঈদগাঁও পশ্চিম ভাদি তলার আব্দুল করিমের পুত্র মো: খোরশেদ আলম। র্যাব-৭ কক্সবাজার ক্যাম্পের কোম্পানি অধিনায়ক এস এম সাউদ হোসেন জানান, আসামীদের বিরুদ্ধে সংশ্লিষ্ট আইনে সদর মডেল থানায় মামলা দায়ের করা হয়েছে।