শিরোনাম: |
বঙ্গবন্ধুর ছবি বিকৃতির অভিযোগে এমপি লতিফকে বহিষ্কার করার দাবি
|
![]() বঙ্গবন্ধুর ছবি বিকৃতির অভিযোগে এমপি লতিফকে বহিষ্কার করার দাবি বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ছবি বিকৃতির অভিযোগে এমপি লতিফের শাস্তি ও আওয়ামী লীগ থেকে তাকে বহিষ্কারের দাবি জানিয়েছেন পাহাড়তলী থানা আওয়ামী লীগের সভাপতি নুরুল আফসার মিয়া, সাধারণ সম্পাদক অধ্যক্ষ মো. আসলাম হোসেন, ১২ নং সরাইপাড়া ওয়ার্ড আওয়ামী লীগের সাধারণ সম্পাদক লায়ন এম. শওকত আলী। নেতৃবৃন্দ এক বিবৃতিতে উল্লেখিত দাবি জানিয়ে বলেন, জামাত-শিবিরের পৃষ্ঠপোষক আওয়ামী লীগে অনুপ্রবেশকারী এই এমপি বঙ্গবন্ধুর ছবি বিকৃতির মাধ্যমে দলীয় শৃঙ্খলা ভঙ্গের যে অপরাধ করেছেন তা ক্ষমার যোগ্য নয়। অনতিবিলম্বে এই অপরাধীকে দল থেকে বহিষ্কার করা না হলে চট্টগ্রাম বন্দর এলাকার স্বাধীনতার পক্ষের শক্তি বিভ্রান্তির শিকার হবে।
|