শিরোনাম: |
মাদ্রাসায় পড়ুয়ারাও অফিসার হবেন : শিক্ষামন্ত্রী
|
![]() মাদ্রাসায় পড়ুয়ারাও অফিসার হবেন : শিক্ষামন্ত্রী শিক্ষামন্ত্রী নুরুল ইসলাম নাহিদ বলেছেন, আমরা মাদ্রাসায় অনার্স কোর্স চালু করে দিয়েছি। আধুনিক শিক্ষা চালু করেছি। যাতে মাদরাসায় কোরআন হাদিস পড়ে যেমনি আলেম হবে, তেমনি ফিজিক্স, ক্যামেস্ট্রি পড়ে আধুনিক শিক্ষায় শিক্ষিত হবে। এবং এখানকার শিক্ষার্থীরাও একদিন অফিসার হবেন।শনিবার দুপুরে চাঁদপুরের কচুয়া ড. মনসুরউদ্দীন মহিলা কলেজের নবীনবরণ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে এ কথা বলেন তিনি। নাহিদ বলেন, শিক্ষককেও মনে রাখতে হবে তাদের জনগণের শ্রদ্ধা ও আস্থা অর্জন করতে হবে। নতুন প্রজন্মকে গড়ে তুলতে নিবেদিত প্রাণ কাজ করতে হবে। এ শিক্ষার্থীরাই আপনাকে সম্মানিত করবে। তিনি আশা ব্যক্ত করে বলেন, শিক্ষকদের চেষ্টায় মেয়েরা এগিয়ে যাবে। কলেজের প্রতিষ্ঠাতা সাবেক রাজস্ব বোর্ডের চেয়ারম্যান গোলাম হোসেনের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তব্য রাখেন, সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী ড. মহীউদ্দীন খান আলমগীর ও পুলিশ সুপার শামছুন্নাহার প্রমুখ। |