শিরোনাম: |
হাটহাজারীতে সুন্নি সমাবেশে বক্তারা
ধর্মের অপব্যাখ্যাকারী জঙ্গি সন্ত্রাসীদের প্রতিহত করুন
|
![]() আহলে সুন্নাত ওয়াল জমাআ’ত এর উদ্যোগে হাটহাজারী পার্বত্য উচ্চ বিদ্যালয় ময়দানে গতকাল বাদে জুম্মায় সুন্নি সমাবেশে বক্তারা বলেছেন, ধর্মের অপব্যাখ্যকারী জঙ্গী সন্ত্রাসীদের প্রতিহত করুন। জঙ্গি প্রজনন কেন্দ্র খারিজি মাদ্রাসাগুলোতে সরকারের নজরদারি এবং দেশের প্রতিটি রাষ্ট্রীয় দিবস পালনে বাধ্য করার জন্য সরকারের প্রতি দাবি জানান। জঙ্গীবাদ, সন্ত্রাসী ধর্মের অপব্যখ্যাকারী ওহাবী খারিজি মওদুদিবাদী সকল বাতিল পন্থীদের প্রতিহত করার জন্য সর্বস্তরের মুসলিম জনগণের প্রতি আহ্বান জাননা। কাজী মুহাম্মদ নুরুল ইসলাম হাশেমী’র সভাপতিত্বে শুক্রবার বাদে জুম্মা সুন্নি সমাবেশে বক্তারা আরোও বলেন, মিলাদুন্নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পালন করা প্রতিটি মুসলমানদের নৈতিক দায়িত্ব। কেননা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর আগমনের উসিলায় আমরা সবকিছু পেয়েছি। ওরশউন নবী মিলাদুন্নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উপলক্ষে তবারুককে নিকৃষ্ট বস্তুর সাথে উপমা দেওয়া কুফুুরি। যারা রসূল মিলাদুন্নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মাযহাবেরএর শানে কটুক্তি ও বেয়াদবি করবে তারা সকল মাযহাবের ইমামগণের মতে কাফের। রসূলের শানে বেয়াদবি করা কাফের মুশরিকদের কাজ। সুন্নি সমাবেশে উপস্থিত ছিলেন মুহাম্মদ আজিজুল হক আলকাদেরী, অধ্যক্ষ সৈয়দ নুুরুল মনোয়ার, মুফতি মুহাম্মদ ইদ্রিস রেজভী, এম.এ মতিন। প্রধান বক্তা ছিলেন ওবাইদুল হক নঈমী। স্বাগত বক্তব্য রাখেন অধ্যক্ষ আবুল ফরাহ মুহাম্মদ ফরিদ উদ্দিন। বক্তব্য রাখেন সৈয়দ আমিনুল হক আলকাদেরী, ইব্রাহিম আলকাদেরী, শাইখুল হাদিস, মঈনুদ্দিন আশরাফী, শফিকুল আলম নেজামী, মুফতি অছিউর রহমান, উপাধ্যক্ষ আবদুল অদুদ, মোহাদ্দেছ ইব্রাহিম আলকাদেরী, সোলায়মান আনসারী, আবুল কালাম বয়ানী, মাওলানা শহীদুল্লাহ হোসাইনী, মাওলানা ইদ্রিস আনসারী, মাওলানা ওমাইর রেজভী, মাওলানা আবু নওশাদ নদমী, মাওলানা জসীমুদ্দিন আলকাদেরী, মাওলানা এনাম রেজা কাদেরী প্রমুখ। -বিজ্ঞপ্তি
|