শিরোনাম: |
বাংলাদেশ যুবসেনার উদ্যোগে
"হায়াত মউত কবর হাশর" কিতাব বিতরণ
মুহাম্মদ আবু তাহের, নকীব রেযা
|
হযরতুল আল্লামা হাফেজ মুহম্মদ আব্দুল জলীল (রাঃ) এর প্রতিষ্ঠিত বাংলাদেশ যুবসেনার উদ্যোগে আজ ২৩ মার্চ রোজ জুমুআবার গাউছুল আ’যম রেলওয়ে জামে মসজিদ, ঢাকায় আল্লামা হাফেজ মুহম্মদ আব্দুল জলীল (রাঃ) এর শেষ প্রকাশিত "হায়াত মউত কবর হাশর" কিতাবের অর্ধ শত কপি বিতরণ করা হয়েছে। কিতাব বিতরণ অনুষ্ঠানে উপস্থিতদের মধ্যে ছিলেন গাউছুল আ’যম রেলওয়ে জামে মসজিদ কমিটির কর্মকর্তাবৃন্দ, আহলে সুন্নাত ওয়াল জামাআত(বাংলাদেশ) এর প্রেসিডিয়াম সদস্যবৃন্দ ও বাংলাদেশ যুবসেনার নেতাকর্মীবৃন্দ। অনুষ্ঠানে বক্তাগণ হযরতুল আল্লামা হাফেজ মুহম্মদ আব্দুল জলীল (রাঃ) এঁর কর্মময় সংগ্রামী জীবন ও তাঁর আদর্শ সম্পর্কে আলোকপাত করেন এবং তাঁর আদর্শ অনুসরণের উদ্দেশ্যে তাঁর সম্পর্কে জানার ও জানাবার উদাত্ত আহবান জানান।কিতাব বিতরণ শেষে মুফতী মুহাম্মদ ফারুক সাহেবের পরিচালনায় দু'আ ও মুনাজাতের মাধ্যমের অনুষ্ঠানের সমাপ্তি ঘোষণা করা হয়।
|