মঙ্গলবার ১০ সেপ্টেম্বর ২০২৪ ২৬ ভাদ্র ১৪৩১
শিরোনাম: মোহসিন আউলিয়া রহ. মাজারে ঈদে মিলাদুন্নবী দ. উপলক্ষ্যে খাবার বিতরণ       সাম্প্রতিক প্রেক্ষাপটে কারবালার চেতনা       সাইয়্যেদুনা উসমান গণী যুন্নুরাঈনঃজীবন-কর্ম-শাহাদাৎ       সুলতান মুহাম্মদ ফাতেহ'র কন্সট্যান্টিনোপল বিজয়াভিজান       যুদ্ধবিরতি হলেও আরো যা যা হয় নাই-       ফিলিস্তিনিদের রাজনৈতিক ঐক্য বিনাশে গাজায় হামলা       আরবদের উপর যায়নবাদীদের নতুন হামলা কেন?      
২৮ এপ্রিল’১৮, ইসলামিক ফাউন্ডেশন মিলনায়তনে সুন্নী কনফারেন্স
সুন্নীবার্তা ডেস্ক
প্রকাশ: শুক্রবার, ২৭ এপ্রিল, ২০১৮, ৮:২৯ এএম |

২৮ এপ্রিল’১৮, ইসলামিক ফাউন্ডেশন মিলনায়তনে সুন্নী কনফারেন্স

২৮ এপ্রিল’১৮, ইসলামিক ফাউন্ডেশন মিলনায়তনে সুন্নী কনফারেন্স

বাংলাদেশ অলি-আল্লাহর দেশ। অলি-আল্লাহদের দ্বারাই এই  উপমহাদেশে ইসলাম কায়েম হয়েছে। অলি-আল্লাহর ভালবাসা নিয়েই এ দেশের সাধারণ জনগণ অর্থাৎ সুন্নী মুসলিম জনতা এগিয়ে যাচ্ছে। উপমহাদেশের হাজারো আউলিয়া কেরামের ধারাবাহিকতায় চতুর্দশ শতাব্দীর মহান মুজাদ্দেদ, আযীমুল বরকত, পরওয়ানায়ে রিসালাত, আ’লা হযরত  ইমাম আহমদ রেজা খান ফাযেলে বেরেলভী (রঃ) সুন্নিয়তের বিপ্লব সাধন করেছেন।বাংলাদেশের সুন্নী মুসলমানদের কর্ণধার ছিলেন আল্লামা অধ্যক্ষ হাফেজ এম.এ. জলিল (রঃ)।তিনি ছিলেন সুন্নী জনতার বলিষ্ঠ কন্ঠস্বর এবং প্রাজ্ঞ সিপাহসালার। আল্লামা অধ্যক্ষ হাফেজ এম.এ. জলিল (রঃ) আ’লা হযরতকে বাংলাদেশের আনাচে-কানাচে সর্বত্র পরিচয় করে দিয়েছেন। এদেশের আলেমদের মধ্যে আ’লা হযরতের প্রেম-ভালবাসা তিনিই প্রতিষ্ঠিত করেছেন। এ দেশের সাধারণ জনগণ অর্থাৎ সুন্নী মুসলিম জনতার উচিত আ’লা হযরত  ইমাম আহমদ রেজা খান ফাযেলে বেরেলভী (রঃ) ও আল্লামা অধ্যক্ষ হাফেজ এম.এ. জলিল (রঃ)এঁর আদর্শকে ধারণ করে সারাদেশে আহলে সুন্নাত ওয়াল জামাআত-এর কমিটি গঠন করে সংগঠনকে আরো জোরদার করা। আজ আমাদের  সময় এসেছে পূর্বের সকল ভেদাভেদ ভুলে ঐক্যবদ্ধ হয়ে বাতিল ফের্কার বিরুদ্ধে রুখে দাঁড়ানোর। আলেম ওলামা ও পপীর মাশায়েখগণ ঐক্যবদ্ধ ও সুসংহত হয়ে গঠনমূলক কর্মসূচী গ্রহণ করার এখনই সময়।
২৮ এপ্রিল’১৮, ইসলামিক ফাউন্ডেশন মিলনায়তনে সুন্নী কনফারেন্স

২৮ এপ্রিল’১৮, ইসলামিক ফাউন্ডেশন মিলনায়তনে সুন্নী কনফারেন্স


এ উদ্দেশ্যকে সামনে রেখে আহলে সুন্নাত ওয়াল জামাআত-এর ব্যাবস্থাপনায় ও বাংলাদেশ যুবসেনার সহযোগিতায় আগামী ২৮ এপ্রিল ২০১৮ ইং রোজ শনিবার ১০ ঘটিকায় ইসলামিক ফাউন্ডেশন মিলনায়তনে বায়তুল মোকাররম, ঢাকায় “আ’লা হযরত ও অধ্যক্ষ হাফেজ এম.এ জলিল (র.) সুন্নী কনফারেন্স” অনুষ্ঠিত হতে যাচ্ছে।উক্ত কনফারেন্স সুন্নী ওলামা, পীর মাশায়েখ এবং আম জনতা স্বতঃস্ফুর্ত হয়ে উক্ত অনুষ্ঠানে যোগদান করে সুন্নীয়তের ভিতকে আরো মজবুত ও সুসংহত করবেন, আয়োজকবৃন্দ এমনটিই আশা করেন।
ইনশাআল্লাহ্ অনুষ্ঠানের প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন আল্লামা শাহ্ মুহাম্মদ আহছানুজ্জামান, (মা.জি.আ.)মুশুরীখোলা দরবার শরীফ, নারিন্দা, ঢাকা। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত থাকবেন হযরতুল আাল্লামা আবুল কাশেম নূরী, (মা.জি.আ.), চট্টগ্রাম। প্রধান আলোচক হিসেবে উপস্থিত থাকবেন প্রফেসর ড. মুহাম্মদ আব্দুর রশীদ, সাবেক চেয়ারম্যান, ইসলামিক স্টাডিজ বিভাগ, ঢাকা বিশ্ববিদ্যালয়। আমন্ত্রিত ওলামায়ে কেরামের মধ্যে আরও যাঁরা উপস্থিত থাকবেন-

* আল্লামা হাফেজ কাজি আবদুল আলীম রেজভী প্রিন্সিপাল, কাদেরিয়া তৈয়্যেবিয়া আলিয়া কামিল মাদরাসা, ঢাকা।
* আলহাজ্ব হযরত মাওলানা মুফতি আবুল কাশেম ফজলুল হক, ভাইস-প্রিন্সিপাল কাদেরিয়া তৈয়্যেবিয়া আলিয়া কামিল মাদরাসা।
* হযরতুল আল্লামা মুফতি বখতিয়ার উদ্দিন
খতিব, গাউছুল আযম রেলওয়ে জামে মসজিদ, শাহ্জাহানপুর, ঢাকা।
* মাওলানা আবু জাফর মোঃ হেলাল উদ্দিন
প্রিন্সিপাল, দারুল উলুম আহসনিয়া কামিল এম.এ. মাদরাসা, নারিন্দা, ঢাকা।
* হাফেজ মাওলানা হাফিজুর রহমান, খতিব, গুলশান জামে মসজিদ, ঢাকা।
* মাওলানা আবুল হোসেন, প্রিন্সিপাল, বাসাইল, নরসিংদী।
* হযরতুল আল্লামা জসিম উদ্দীন আজহারী, মোহাম্মদপুর, ঢাকা।
* মুফতী মুহাম্মদ শাহ্ আলম, ঢাকা।
* হযরতুল আল্লামা হাফেজ মুনিরুজ্জামান আল-ক্বাদেরী, মোহাম্মদপুর, ঢাকা।
* হযরতুল আল্লামা মুফতী শাহাদাত হোসেন ফয়েজী, মোহাদ্দেস,কাদেরিয়া তৈয়্যেবিয়া আলিয়া কামিল মাদরাসা।
* হযরতুল আল্লামা হাফেজ রফিকুল ইসলাম, ফরাজিকান্দি, চাঁদপুর।
* হযরতুল আল্লামা অধ্যক্ষ আব্দুর রব আল-কাদেরী, মাদাখাঁ, চাঁদপুর।
* হযরতুল আল্লামা শাহ্ নেয়ামত উল্লাহ আজহারী, অধ্যক্ষ, পাঁচথুবী ফাজিল মাদ্রাসা, কুমিল্লা।
* মাওঃ আমিনুল ইসলাম জালালী, বি-বাড়ীয়া।
* আলহাজ¦ মুফতী মাওঃ আবদুছ ছাত্তার ভূইয়া, ইসলামিয়া আলিম মাদ্রাসা, হোমনা।
* মাওঃ আলী হোসেন, সুপার, গোপালপুর ইসলামিয়া আলিম মাদ্রাসা, তিতাস।
* মাওঃ আবদুল কাদের আল-ক্বাদেরী, হোমনা।
* আলহাজ¦ মাওঃ হোসাইন আহম্মদ, দুলালপুর, হোমনা।
* মুফতী মাওঃ মানজুর হোসাইন, মিরপুর, ঢাকা।
* হযরতুল আল্লামা আবদুল কাদির, মোহাম্মদপুর, ঢাকা।
* হযরতুল আল্লামা ফখরুল ইসলাম, খতীব শ্যামলী শাহী মসজিদ, ঢাকা।
* আল্লামা মাওলানা আলমগীর হোসেন যুক্তিবাদী
খতিব, পাক-পাঞ্জাতন শাহী জামে মসজিদ, মালিবাগ, ঢাকা।
* আলহাজ্ব হযরত মাওলানা মহিউদ্দিন হামিদী আল-কাদেরী, মোজাদ্দেদী, নারায়ণগঞ্জ।
* মাওলানা মুফতি বশির আহম্মদ আশরাফী
খাদেম, আশরাফিয়া দরবার শরীফ, জিয়া স্বরণী, ছাপড়া মসজিদ, ঢাকা।
* হযরত মাওলানা হাবিবুর রহমান নূরী আল-কাদেরী
* মুফতি ওবায়দুল্লাহ আশরাফী, নারায়ণগঞ্জ।
* হাফেজ মাওলানা মোস্তাক আহম্মদ আশরাফী
* মাওলানা মজিবুর রহমান, বি-বাড়িয়া।
* মাওলানা মিজানুর রহমান শাহপুরী, খতিব, শান্তিপুর, মসজিদ, ঢাকা।
* মুফতী মাওলানা হাফেজ আবদুর রহমান, ঢাকা।
* মাওলানা আবু নোমান, চান্দিনা।
* মাওলানা শাহ্ জাহান বিপ্লবী, চান্দিনা।
* মাওলানা কাউছার আহমেদ, চান্দিনা।
* আলহাজ¦ হযরত মাওঃ মজিবুর রহমান আল-ক্বাদেরী, বি-বাড়িয়া।
* আলহাজ¦ হযরত মাওঃ জাকির হোসেন আল-ক্বাদেরী, দক্ষিণ খান।
* আলহাজ¦ হযরত মাওঃ হাবিবুর রহমান নূরী আল-ক্বাদেরী, টঙ্গী, গাজীপুর।
* মাওলানা আবুল খায়ের হাবিবুল্লাহ, শাহ্জাহানপুর, ঢাকা।
* মাওলানা জিয়াউল হক আল-কাদেরী, মোহাম্মদপুর, টাউন হল,  ঢাকা।
* হযরত মাওলানা সাইফুল ইসলাম, প্রিন্সিপাল, তাহেরিয়া মাদরাসা, ত্রি-মুহনী, ঢাকা।
* হাফেজ মাওলানা রফিকুল ইসলাম, প্রিন্সিপাল, রেলওয়ে হাফিজিয়া সুন্নিয়া মাদরাসা।
* মাওলানা মেজবাহ উদ্দিন, খতিব, ছায়াবিথি জামে মসজিদ, ঢাকা।
* মাওলানা গাজিউল হক চাঁদপুরী, দক্ষিণখান, ঢাকা।
* মাওলানা জসিম উদ্দিন আল-কাদেরী, দক্ষিণখান, ঢাকা।
* মাওলানা মহসিন রেজা, প্রিন্সিপাল, ওলিতলা ফাজিল মাদরাসা।
* মাওলানা মোঃ শাহ আলম, ভাইস-প্রিন্সিপাল, ওলিতলা ফাজিল মাদরাসা।
* মাওলানা মাহমুদুল হাসান, মোহাদ্দেস, কাদেরিয়া তৈয়্যেবিয়া আলিয়া কামিল মাদরাসা, ঢাকা।
* আলহাজ¦ মুফতী মাওঃ আলী আকবর, সভাপতি, নারায়ণগঞ্জ সহ অরো অনেকে।
সকল মুসলমান সবান্ধব আমন্ত্রিত।






আরও খবর


সর্বশেষ সংবাদ
মোহসিন আউলিয়া রহ. মাজারে ঈদে মিলাদুন্নবী দ. উপলক্ষ্যে খাবার বিতরণ
সাম্প্রতিক প্রেক্ষাপটে কারবালার চেতনা
সাইয়্যেদুনা উসমান গণী যুন্নুরাঈনঃজীবন-কর্ম-শাহাদাৎ
সুলতান মুহাম্মদ ফাতেহ'র কন্সট্যান্টিনোপল বিজয়াভিজান
যুদ্ধবিরতি হলেও আরো যা যা হয় নাই-
ফিলিস্তিনিদের রাজনৈতিক ঐক্য বিনাশে গাজায় হামলা
আরবদের উপর যায়নবাদীদের নতুন হামলা কেন?
আরো খবর ⇒
সর্বাধিক পঠিত
অগণিত কারামতের ধারক গাউসুল আ’যম (কলাম -১)
ইসলামে কাব্য, কবিতা, কাব্য চর্চা : না'তে রাসূল "মীলাদ শরিফ" কবিতার নাম
দুরুদ শরীফ পাঠের ফজিলত
শা’বান মাস ও শবে বরাতের তাৎপর্য
লাইলাতুল বরাতের প্রামাণ্যতা ও তাৎপর্য
ঈদে মিলাদুন্নবী ﷺ এঁর পক্ষে ওহাবী গুরু ইবনে তাইমিয়া ওইবনে আব্দুল ওহাব নজদীর  ফতোয়া
"হায়াত মউত কবর হাশর" কিতাব বিতরণ
প্রকাশক ও সম্পাদক :---
"মা নীড়" ১৩২/৩ আহমদবাগ, সবুজবাগ, ঢাকা-১২১৪
ফোন : +৮৮-০২-৭২৭৫১০৭, মোবাইল : ০১৭৩৯-৩৬০৮৬৩, ই-মেইল : [email protected]