শিরোনাম: |
আল্লামা হাফেজ মোহাম্মদ আব্দুল জলীল (রহঃ) এর পবিত্র ওরশ মুবারক
|
আগামী ২৩-০৯-২০১৭ রোজ শনিবার অধ্যক্ষ আল্লামা হাফেজ মোহাম্মদ আব্দুল জলীল (রহঃ) এর পবিত্র ওরশ মুবারক (ওফাত দিবসের) উপলক্ষে বাংলাদেশ যুবসেনার ব্যবস্থাপনায় আয়োযিত মাহ্ফিল প্রাম্ভিক সভা অনুষ্ঠিত হয়। এতে উপস্থিত ছিলেন বাংলাদেশ যুবসেনার শীর্ষ পর্যায়ের নেতাকর্মীগন। সভা শেষে মাহফিল বিষয়ে জানতে চাইলে বাংলাদেশ যুবসেনার সহ-সভাপতি সুন্নীবার্তাকে বলেন প্রতিবারের মত এবারো তারা ঢাকায় গাউছুল আ’যম রেলওয়ে জামে মসজিদে দোয়া ও মাহফিলের আয়োজন করেছেন । যেখানে হাজার খানেক মানুষের জমায়েত হবে বলে আশাবাদ ব্যক্ত করেন। |