শিরোনাম: |
আল্লামা সৈয়দ মুহাম্মদ তাহের শাহ্ (ম.জি.আ.). বাংলাদেশে আগমন করেছেন।
সুন্নীবার্তা ডেস্ক
|
আল্লামা সৈয়্যদ মুহাম্মদ তাহের শাহ্ (ম.জি.আ.), আল্লামা সৈয়্যদ মুহাম্মদ কাসেম শাহ (ম.জি.আ.) ও আল্লামা সৈয়্যদ মুহাম্মদ আহমদ শাহ (ম.জি.আ.) হুজুর কেবলাবৃন্দ বাংলাদেশে আগমন করেছেন। হুজুর কেবলাকে বিমানবন্দর হতে মোটর শোভাযাত্রা সহকারে চট্টগ্রাম ষোলশহরস্থ আলমগীর খানকা-এ-কাদেরিয়া সৈয়্যদিয়া তৈয়্যবিয়ায় পৌঁছলে তথায় ফুলেল শুভেচছাসহ লাল গালিচার সংবর্ধনা জ্ঞাপন করা হয়। |