শিরোনাম: |
সৈয়দ মুহাম্মাদ তৈয়্যেব শাহ্ রাহমাতুল্লাহি্ এর পবিত্র উরস মোবারক
সুন্নীবার্তা ডেস্ক
|
![]() সৈয়দ মুহাম্মাদ তৈয়্যেব শাহ্ রাহমাতুল্লাহি্ এর পবিত্র উরস মোবারক ![]() সৈয়দ মুহাম্মাদ তৈয়্যেব শাহ্ রাহমাতুল্লাহি্ এর পবিত্র উরস মোবারক ![]() সৈয়দ মুহাম্মাদ তৈয়্যেব শাহ্ রাহমাতুল্লাহি্ এর পবিত্র উরস মোবারক ইসলামের প্রকৃত আদর্শ সুন্নীয়ত প্রতিষ্টা ও বাতিল মতবাদের মূলোৎপাটনে এদেশে যে সব ক্ষণজম্মা মহাপুরুষ অতি কার্যকর ও অব্যর্থ অবদান রেখেছেন তাঁদের মধ্যে হুযুর সৈয়দ মুহাম্মদ তৈয়ব শাহ অন্যতম। তাঁর সুন্নীয়ত ছিল সৈয়দুনা আলাহযরত রাদ্বিয়াল্লাহু তায়ালা আনহুর যুগন্তকারী মাসলক অনুসারে। আর তরিকত চর্চায় তিনি সৈয়দুনা গাউছুল আজম জিলানীর কাদেরীয়া তরিকার অন্যতম দিকপাল। মহান আল্লাহ তাঁকে পাঠিয়েছেন এক বর্ণাঢ়্য আধ্যাত্নিক পরিবারে। তিনি নবী বংশের ৪০ তম নূরানী আওলাদ। আব্বা হুযুর সিরিকোটি রাহমাতুল্লাহে আলাইহে তো জম্মের পূর্বেই ঘোষনা দিয়েছেন " তৈয়ব মাদারজাত অলী হ্যায় "। অল্প বয়সে কোরআন শরীফ হেফজ করার পর হরিপুর রহমানীয়া মাদরাসায় কোরআন হাদিসের প্রাতিষ্ঠানিক ইলম হাসিল করেন। হাদিসের উপর উচ্চতর ডিগ্রী অর্জনের জন্য আলাহযরতের মসলকের অন্যতম ঝান্ডা বরদার, পাকিস্তানের মুহাদ্দিসে আজম, শাহজাদায়ে আলাহযরত হুযুর হুজ্জাতুল ইসলামের খলিফা ও বহু কারামত সম্পন্ন আধ্যাত্নিক ব্যাক্তিত্ব আল্লামা শাহ সরদার আহমদ লাইলপুরীর প্রতিষ্টিত মাদরাসায়ে রেযভীয়াহ 'য় ভর্তি হন। আল্লামা লাইলপুরী তাঁকে হাদিসের সর্বোচ্চ ডিগ্রীর সনদ প্রদান স্বরুপ দস্তারে ফজিলতে ধন্য করেন। ১৫ যিলহজ্ব ১৪১৩ হিঃ০৭ জুন ১৯৯৩ ইং মঙ্গলবার ছিল সুন্নি জনতার জন্য শোকের দিন ৷ সেদিন জাহেরী পর্দা করেছিলেন এক মহাপুরুষ ৷ মহা-প্রয়াণ ঘটেছিল আধ্যত্মিক এক সম্রাটের ৷ যার সুদুরপ্রসারী ভাবনা থেকে উপকৃত হয়েছে খোদ সুন্নিয়ত ৷
|