শিরোনাম: |
অধ্যক্ষ আল্লামা হাফেয মুহাম্মদ আব্দুল জলিল (রাঃ) এর পবিত্র ৭ম ওরশ মোবারক পালিত।
সুন্নীবার্তা ডেস্ক
|
৩রা ডিসেম্বর অধ্যক্ষ আল্লামা হাফেয মুহাম্মদ আব্দুল জলিল (রাঃ) এর পবিত্র ৭ম ওরশ মোবারক অনুষ্ঠিত হয়েছে।এবার দেশের বিভিন্ন প্রান্ত থেকে লাখ লাখ ধর্মপ্রাণ নারী পুরুষ, শিশু-কিশোরসহ মানুষ সমবেত হন চাঁদপুর মতলব থানায়। বাদ ফজর পীর সাহেবের মাজার জিয়ারত ও মোনাজাতের মধ্য দিয়ে ওরসের সূচনা হয়। ওরশ উপলক্ষে মাযার কমিটি এবং বাংলাদেশ যুবসেনার পক্ষ থেকে ২২ কিলোমিটার এলাকাজুড়ে আলোকসজ্জাসহ ব্যাপক নিরাপত্তা ব্যবস্থা নেয়া হয়েছে। মুরিদান ও ভক্তসহ লাখ লাখ মানুষের এবাদত বন্দেগি করার জন্য শামিয়ানা দিয়ে বিশাল প্যান্ডেল,পাকশালা, খাবার মাঠ, পয়ঃনিষ্কাশন এবং ব্যাপক নিরাপত্তার ব্যবস্থা করা হয়েছে।বিশ্বব্যাপী সৌভ্রাতৃত্ব, সৌহার্দ্য ও সম্প্রীতির তাগিদ জানিয়ে ৪ঠা ডিসেম্বর বাদ ফজর আখেরি মুনাজাতের মধ্য দিয়ে ওরশ শেষ হয়। |