শিরোনাম: |
পিস টিভির সম্প্রচার বন্ধে মন্ত্রণালয়ের প্রজ্ঞাপন জারি
সুন্নীবার্তা ডেস্ক
|
![]() পিস টিভির সম্প্রচার বন্ধে মন্ত্রণালয়ের প্রজ্ঞাপন জারি গত রোববার আইনশৃঙ্খলা-সংক্রান্ত মন্ত্রিসভা কমিটি বাংলাদেশে পিস টিভির সম্প্রচার বন্ধের সিদ্ধান্ত নেয়। ওই দিনই এক অনুষ্ঠানে তথ্যমন্ত্রী হাসানুল হক ইনু বলেন, সোমবার (গতকাল) প্রশাসনিক পদক্ষেপ নেওয়া হবে। এখন প্রজ্ঞাপন জারি করে সেই সিদ্ধান্ত কার্যকর করা হলো। প্রজ্ঞাপনে জানানো হয়, মন্ত্রিসভা কমিটির সিদ্ধান্তের পরিপ্রেক্ষিতে ও ডাউন লিংকের শর্ত ভঙ্গ করায় বিদেশি ফ্রি-টু-এয়ার টিভি চ্যানেল পিস টিভির ডাউন লিংকের অনুমতি বাতিল করা হলো। সেই সঙ্গে বাংলাদেশের ভেতরে পিস টিভির সব ধরনের সম্প্রচার বন্ধের ব্যবস্থা নিতে সংশ্লিষ্ট সবাইকে অনুরোধ করা হয় প্রজ্ঞাপনে। স্বরাষ্ট্র মন্ত্রণালয়, তথ্য অধিদপ্তর, বাংলাদেশ টেলিভিশন (বিটিভি) ও কেবল অপারেটরদের সংগঠন কোয়াবের কাছেও পাঠানো হয়েছে এই প্রজ্ঞাপনের অনুলিপি। |