শিরোনাম: |
ইমাম আযম কনফারেন্সে বক্তাগণ-
ক্বওমী মাদরাসাকে শর্তহীন সনদ দেওয়া অযৌক্তিক
নকিব রেজা,মুহাম্মদ মুহিব্বুল্লাহ সিদ্দিকী
|
![]() ক্বওমী মাদরাসাকে শর্তহীন সনদ দেওয়া অযৌক্তিক ![]() ক্বওমী মাদরাসাকে শর্তহীন সনদ দেওয়া অযৌক্তিক কনফারেন্সে বক্তাগণ বলেন ইমাম আযম রাদিআল্লাহু আনহুর প্রতিষ্ঠিত মাযহাব মান্য করে যাবতীয় কাজকর্ম পরিচালনা করছেন পৃথিবীর দুই তৃতীয়াংশ মুসলমান। বক্তাগণ বলেন যে, মাদরাসা শিক্ষার একটি ধারা চলমান থাকা অবস্থায় শর্তহীনভাবে আরো একটি ধারা ক্বওমী মাদরাসাকে শর্তহীন সনদ দেওয়া কতটা যৌক্তিক তা জাতির প্রশ্ন! তাঁরা আরো বলেন ক্বওমী মাদ্রাসার সর্বোচ্চ ডিগ্রির সরকারি স্বীকৃতি উগ্রগোষ্ঠীকে পুরস্কৃত করার ‘ষড়যন্ত্র’ পরিষদের আহবায়ক উপাধ্যক্ষ মুফতি আবুল কাশেম মুহাম্মদ ফজলুল হক সাহেবের সভাপতিত্ত্বে ও সদস্য সচিব মুফতি বখতিয়ার উদ্দীন সাহেবের সঞ্চালনায় বিষয়ভিত্তিক বক্তব্য রাখেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের ইসলামিক স্টাডিজ বিভাগের প্রফেসর ড. আব্দুর রশিদ, আরবি বিভাগের সহযোগী অধ্যাপক ড. আব্দুল্লাহ আল-মারূফ। আরো বক্তব্য রাখেন ঢাকা কাদেরিয়া তৈয়্যেবিয়া কামিল মাদরাসার প্রধান ফকিহ মুফতি মাহমুদুল হাসান, সিনিয়র আরবি প্রভাষক মুফতি মুনিরুজ্জামান আল-কাদেরী, লেখক ও গবেষক ড. আব্দুল করিম, কুমিল্লা অলিতলা দরবার শরীফের পীর সাহেব মাওলানা গোলাম মহিউদ্দীন লতিফী, দৈনিক আলোকিত বাংলাদেশ পত্রিকার সহ-সম্পাদক শায়খ উসমান গনি, মুফতি মাওলানা আলী আকবর, মাওলানা সাইফুল ইসলাম বাগদাদী, এড.দেলোয়ার হোসেন পাটুয়ারী আশরাফী, মাওলানা মোবারক হোসেন ফরায়েজী।
|