শিরোনাম: |
সড়ক দূর্ঘটনায় আল্লামা আলহাজ্ব ছদরুল আমীন রেজভীর আকষ্মিক প্রয়াণ
সুন্নীবার্তা ডেস্ক
|
বৃহত্তর ময়মনসিংহের বর্তমান নেত্রকোনা জেলাধীন সতরশ্রীর রেজভীয়া দরবার শরীফের বর্তমান গদিনশীন ও আল্লামা রেজভী শাহ (রাহমাতুল্লাহি আলাইহি) বড় শাহজাদা, আহলে সুন্নাত ওয়াল জামাআ'ত ( বাংলাদেশ) এর সণ্মানিত প্রেসিডেন্ট হজরত আল্লামা আলহাজ্ব ছদরুল আমীন রেজভী সুন্নী আল্-ক্বাদেরী ( রাহমাতুল্লাহি আলাইহি) গতকাল রাত ৯ ঘটিকায় কিশোরগঞ্জে গাড়ী দূর্ঘটনায় শাহাদত বরণ করেছেন। ইন্নালিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন । ![]() সড়ক দূর্ঘটনায় আল্লামা আলহাজ্ব ছদরুল আমীন রেজভীর আকষ্মিক প্রয়াণ হজরত আল্লামা আলহাজ্ব ছদরুল আমীন রেজভী সুন্নী আল্-ক্বাদেরী ( রাহমাতুল্লাহি আলাইহি) হজরত আল্লামা আলহাজ্ব ছদরুল আমীন রেজভী সুন্নী আল্-ক্বাদেরী ( রাহমাতুল্লাহি আলাইহি) এর আকস্মিক প্রয়াণে বাংলাদেশের ইসলামপ্রিয় জনতা শোকে মূহ্যমান রয়েছে। আহলে সুন্নাত ওয়াল জামাআ'ত ( বাংলাদেশ), বাংলাদেশ যুবসেনা ও বিভিন্ন ইসলামী সংগঠনের নেতাকর্মীবৃন্দ তাঁর শোক সন্তপ্ত পরিবার ও ভক্ত-মুরীদানের প্রতি গভীর সমবেদনা জানিয়েছেন। আজ বাদ জোহর সতরশ্রীর রেজভীয়া দরবার শরীফে হজরত আল্লামা আলহাজ্ব ছদরুল আমীন রেজভী সুন্নী আল্-ক্বাদেরী ( রাহমাতুল্লাহি আলাইহি) র জানাজা শরীফ অনুষ্ঠিত হবে ।
|