শিরোনাম: |
বাংলাদেশ যুবসেনার শিক্ষামুলক সভা অনুষ্ঠিত
সুন্নীবার্তা ডেস্ক
|
বাংলাদেশ যুবসেনার আয়োজনে মাসিক শিক্ষামুলক সভা আজ ৬ রবিউস সানী ১৪৪০ হিজরী,১৪ ডিসেম্বর ২০১৮ ইংরেজি,জুমাবার,বা'দ এশা ঢাকার শাহজাহানপুরস্থ গাউসুল আ’যম রেলওয়ে জামে মসজিদে অনুষ্ঠিত হয়েছে।এবিষয়ে সুন্নীবার্তাকে সভার সার্বিক সম্বনয়ক মুহাম্মদ উল্লাহ আজিম চৌধুরী ( সাংগঠনিক সম্পাদক, বাংলাদেশ যুবসেনা) বলেন, ইসলামের সঠিক শিক্ষা তুলে ধরার জন্য প্রতি মাসে এইরকম আয়োজন হয়ে থাকে। বিভিন্ন শ্রেণী–পেশা মানুষের উপস্থিতিতে এই সভা অনুষ্ঠিত হয়। এবার এই সভায় প্রধান আলোচক হিসাবে উপস্থিত ছিলেন আল জামেয়াতুল আশরাফিয়া ইযহারুল উলুম,আশুলিয়া, ঢাকার উপাধ্যক্ষ ও পাটুয়াটুলী কবিরাজ লেন জামে মসজিদ,ঢাকার খতীব মাওলানা মোহাম্মদ আফনানুর রহমান আশরাফী।। এবারের শিক্ষামূলক সভার আলোচনার বিষয় ছিল শাইখুল মুদাররিসীন আল্লামা হাফেয মুহাম্মদ আব্দুল জলিল (রাঃ) কর্তৃক রচিত "কারামাতে গাউসুল আ'যম" কিতাব। এখানে উল্লেখ্য যে,"কারামাতে গাউসুল আ'যম" বাংলা ভাষায় রচিত ওলীকুল শিরোমণি গাউসুল আ’যম শায়খ আবদুল ক্বাদির জীলানী কুদ্দিসা সিররুহ এঁর একটি গবেষণাধর্মী জীবনালেখ্য।বাংলা ভাষায় শাহেন শাহে বাগদাদ এঁর জীবন চরিত আলোচনা করতে গিয়ে অনেক লেখকই শুধু ঘটনাবলীর ধারাবাহিকতার দিকে বেশী মনোযোগ দিয়েছেন। কিন্তু ঘটনাবলীর মাধ্যমে যেসব মো’জিযা বা অলৌকিক শক্তির বহিঃপ্রকাশ হয়েছে তা সযত্নে পাশ কাটিয়ে গেছেন, যেখানে শাইখুল মুদাররিসীন আল্লামা হাফেয মুহাম্মদ আব্দুল জলিল (রাঃ),"কারামাতে গাউসুল আ'যম" গ্রন্থখানা কর্তৃক রচিত । সভায় তরুণদের উপস্থিতি ছিলো লক্ষ্যণীয়। |