শিরোনাম: |
ইস্লাহে বেহেস্তী জেওর
|
![]() ইস্লাহে বেহেস্তী জেওর ইস্লাহে বেহেস্তী জেওর আল্লামা হাশমত আলী বেরেলভী ( রহঃ) –এর লিখিত ঊর্দূ কিতাব। তিনি ইমামে আহ্লে সুন্নাত হযরতুল আল্লামা শাহ আহমেদ রেজা খান বেরেলভী ( রহঃ) –এর অন্যতম শাগরিদ ও খলিফা এবং আশরাফ আলী থানবীর সমসাময়িক। অত্র গ্রন্থে বেহেস্তী জেওরের কেবলমাত্র ঐ সমস্ত মাসায়েলের সংশোধন লেখা হয়েছে, যেগুলো আহ্লে সুন্নাতের আকিদার বরখেলাফ এবং মাযহাবের ইমামগণের তাহ্কীকের ও খেলাফ কিংবা ঢালাওভাবে বর্ণনার কারণে শরীয়তের হুকুম আহ্কাম পরিবর্তন কারী ।আশরাফ আলী থানবীর ঊর্দূ কিতাব বেহেস্তী জেওর মূলত –নারীদের জন্য লেখা কিতাব। এর পূর্ব নাম ছিল তা’লীমুন নিস্ওয়ান বা নারী শিক্ষা। পরবর্তীতে তা’লীমুন নিস্ওয়ানের পরিবর্তন করে নাম রাখা হয় বেহেস্তী জেওর । পাঠকদের অজস্র অনুরোধে সুন্নীবার্তা রিসার্স টিম বইটি প্রথম অনলাইনে চাপ্টার ভিত্তিতে প্রকাশ করল। |