শিরোনাম: |
মালয়েশিয়ায় দুই লক্ষাধিক বাংলাদেশী কর্মী বৈধতা পাচ্ছে
|
![]() মালয়েশিয়ায় দুই লক্ষাধিক বাংলাদেশী কর্মী বৈধতা পাচ্ছে অবৈধ কর্মীদের বৈধতা দেয়ার ঘোষণা দেয়ায় মালয়েশিয়ায় প্রবাসী বাংলাদেশী কর্মীদের মাঝে আনন্দের বন্যা বইছে। স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের বৈঠকে জাহিদ হামিদি বলেন, ‘স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের হিসেব অনুযায়ী মালয়েশিয়ায় এ মুহূর্তে ২০ লাখ অনিবন্ধিত বিদেশি শ্রমিক রয়েছেন।বেশিরভাগ মালিকই চান এসকল শ্রমিক মালয়েশিয়ায় কাজ করুক। ফলে বিষয়টি আমলে নিয়ে আমরা সে লক্ষ্যে কাজ করছি।এখন মালিকরা এজেন্ট ছাড়াই নিজেদের শ্রমিকদের নিবন্ধন করতে পারবেন।’ তিনি বলেন, ‘দালালদের ওপর নির্ভরশীলতা কমাতে নতুন এই অনলাইন পদ্ধতি গ্রহণ করা হয়েছে।আগে দালালরা শ্রমিকদের অর্থ হাতিয়ে নিয়ে পালিয়ে যেতে। এর ফলে নিবন্ধিত শ্রমিকের সংখ্যা না বাড়ায় সরকার কর থেকে বঞ্চিত হচ্ছে।’ বিদেশি শ্রমিকদের ওপর মালয়েশিয়া সরকারের নতুন নির্ধারিত কর নিয়ে যখন আলোচনা-সমালোচনা, তখনই এ ঘোষণা দিলেন স্বরাষ্ট্রমন্ত্রীর দায়িত্বে থাকা উপ-প্রধানমন্ত্রী আহমদ জাহিদ হামিদি। শিল্প মালিক এবং বিদেশি শ্রমিকরা এক হাজার ২৫০ রিঙ্গিতের বদলে দুই হাজার ৫০০ রিঙ্গিত বার্ষিক করের বিরোধিতা করছেন। তবে উপ-প্রধানমন্ত্রী ফেব্রুয়ারি থেকে চালু হওয়া এ কর কাঠামো নিয়ে কোনো মন্তব্য করেননি।
|