শিরোনাম: |
শাহজাহানপুর গাউছুল আযম জামে মসজিদে
বাংলাদেশ যুবসেনা শিক্ষামূলক সভা অনুষ্ঠিত
সুন্নীবার্তা ডেস্কঃ
|
বাংলাদেশ যুবসেনার আয়োজনে রাজধানী ঢাকার প্রাণকেন্দ্রে অবস্থিত শাহজাহানপুর গাউছুল আযম জামে মসজিদে গত ৫ যিলকদ ১৪৩৮ হিজরী ১৯ আগস্ট,২০১৭ রোজ শুক্রবার বা'দ মাগরিব এক মাসিক শিক্ষামূলক সভা অনুষ্ঠিত হয়েছে। সভায় উপস্থিত ছিলেন মসজিদের পেশ ইমাম আবুল খায়ের, বাংলাদেশ যুবসেনার নেতাকর্মী ও স্থানীয় মুসল্লীবৃন্দ। শিক্ষামূলক সভায় নামাযে নিম্নস্বরে ‘আমীন’বলার বিষয়ে দলীলভিত্তিক আলোচনা করা হয়। উল্লেখ যে, হানাফী মাযহাব মতে নামাযে নিম্নস্বরে ‘আমীন’বলা-ই সুন্নাহসম্মত।
|