শিরোনাম: |
বাংলাদেশ যুবসেনার উদ্যোগে
হযরত মাওলা আলী رضي الله عنه’র পবিত্র শাহাদাৎ বার্ষিকী স্মরণে ইফতার মাহফিল অনুষ্ঠিত
সুন্নীবার্তা ডেস্ক
|
হযরত মাওলা আলী (রাদি আল্লাহু আনহু )’র পবিত্র শাহাদাৎ বার্ষিকী স্মরণে হযরতুল আল্লামা হাফেজ এম এ জলিল (রাঃ) এর প্রতিষ্ঠিত বাংলাদেশ যুবসেনার উদ্যোগে রাজধানীর সিপাহীবাগে এক মোবারক ইফতার মাহফিল গতকাল ২০ রমাদ্বান ১৪৩৮ হিজরী, রোজ জুমুআবার অনুষ্ঠিত হয়েছে। ইফতার পূর্ব মাহফিলে বক্তব্য রাখেন বাংলাদেশ যুবসেনার কেন্দ্রীয় কমিটি সেক্রেটারি মাওলানা মোস্তাক আহমেদ। বক্তব্যে মাওলানা মোস্তাক আহমেদ দ্বীন ইসলামের পঞ্চবুনিয়াদের উপর গুরুত্বপূর্ণ আলোচনা পেশ করেন। মাহফিলে এসময় আরো উপস্থিত ছিলেন বাংলাদেশ যুবসেনার সভাপতি সেকান্দর হোসাইন সুমন, সহ-সভাপতি সাফকাত খান আরেফীন সহ বাংলাদেশ যুবসেনার বিভিন্ন স্তরের কর্মীবৃন্দ ও এলাকাবাসী। |