গাউসিয়া কমিটি বাংলাদেশ ঢাকা মহানগরের দায়িত্বশীলদের ও পীর ভাইদের উপস্থিতিতে গাউসিয়া কমিটি বাংলাদেশ ঢাকা মহানগরের ব্যবস্থাপনায় আজ ১লা মে-২০১৭, সোমবার, সকাল ৯টা থেকে ঢাকা মুহাম্মদপুর খানেকায়ে তৈয়্যেবিয়াতে “দাওয়াতুল খায়রের মুয়াল্লিম প্রশিক্ষণ কর্মশালা” অনুষ্ঠিত হয়।
উক্ত কর্মশালায় প্রশিক্ষণ প্রদান করেন বিশিষ্ট লেখক ও অনুবাদক আল্লামা আব্দুল মান্নান (মহাপরিচালক, আনজুমান রিসার্চ সেন্টার), বিশিষ্ট সংগঠক ও লেখক এডভোকেট মোসাহেব উদ্দীন বখতিয়ার (যুগ্ম মহাসচিব, গাউসিয়া কমিটি বাংলাদেশ কেন্দ্রীয় পরিষদ), মাওলানা সৈয়দ জালালুদ্দীন আল-আযহারী (সহকারী অধ্যাপক, সাউদান বিশ্ববিদ্যালয় ও পরিচালক, আনজুমান রিসার্চ সেন্টার)। উপস্থিত থাকেন ঢাকা আনজুমান ও গাউসিয়া কমিটি বাংলাদেশের নেতৃবৃন্দ।