অধ্যক্ষ আল্লামা হাফেজ এম. এ. জলিল (রহঃ) এর প্রতিষ্ঠিত গাউসুল আজম জামে মসজিদ থেকে জুম্মার নামাজের পর জশনে জুলুস ঈদ এ মিলাদুন্নবী (ﷺ) অনুষ্ঠিত হয়।
হুজুর সেয়দ মোহাম্মদ তৈয়ব শাহ (রাঃ) এর এর নির্দেশনায় বা উনুসরণ করে মসজিদে গাউসুল আজম জামে মসজিদে সর্ব প্রথম জশনে জুলুস ঈদ এ মিলাদুন্নবী (ﷺ) চালু করেন হুজুর অধ্যক্ষ আল্লামা হাফেজ এম. এ. জলিল (রহঃ)।জুলুসে বাংলাদেশ যুবসেনার সর্বস্তরের নেতাকর্মী সহ সর্বস্তরের মানুষের ব্যাপক সমাগম ঘটে। জুলুসটি শাহ্জাহানপুর গাউসুল আজম জামে মসজিদ থেকে শুরু হয়ে হাইকোর্ট মাজারে গিয়ে শেষ হয়। হুজুর আলহাজ্ব আল্লামা মুফতি মুহাম্মদ বখতিয়ার উদ্দিন সাহেব (ম,জি,আ,) এর সদারতে হাই কোর্ট বাবা শরফুদ্দিন চিস্তী (রহঃ) মাজার প্রাঙ্গনে গিয়ে মিলাদ কিয়াম ও মুনাজাতের মাধ্যমে জশনে জুলুসের সমাপ্ত হয়।