সুন্নীবার্তা ডেস্ক
প্রকাশ : ২০১৭-০২-০৩ সময় : ২০:৪০,
সর্বশেষ আপডেট : ২০১৭-০২-০৩ সময় : ২০:৪৪

সুন্নীয়তের লড়াকু কান্ডারী শায়খুল আলম ড আলাউদ্দীন ছিদ্দিক্বী ছাহেব এই ধরিত্রি থেকে পর্দা করেছেন। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। এখানে উল্লেখ করা যায় যে হুজুর বাংলাদেশ ,কাশ্মির, পাকিস্তান, লন্ডনের মত জায়গায় সুন্নী মুসলমানদের জন্য আন্তর্জাতিক মানের বিশ্ববিদ্যালয়, মেডিকেল কলেজ, স্কুল প্রতিষ্টাকরে গেছেন। বিশেষত নূর টিভি’র মত সুন্নীদের একটি স্বতন্ত্র চ্যানেলের প্রতিষ্টাকারী ছিলেন তিনি। তাছাড়া শারেহে মসনভী, ইসলামী আইন শাস্ত্রের ওপর বড় মাপের একজন গবেষক ছিলেন।