শিরোনাম: |
আলহাজ্ব মাওলানা জালাল উদ্দীন আল কাদেরী হুজুর আর নেই।
সুন্নীবার্তা ডেস্ক
|
সুন্নী জনতার নয়নের মনি,চট্টগ্রাম জামেয়া আহমদিয়া সুন্নিয়া আলিয়া মাদ্রাসার সাবেক অধ্যক্ষ আলহাজ্ব মাওলানা জালাল উদ্দীন আল কাদেরী হঠাৎ অসুস্হ হয়ে আজ শনিবার (২৬ নভেম্বর,২০১৬) রাত ১০.১১ মিনিটে ঢাকার বারডেম হাসপাতালে ইনতিকাল করেছেন। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাহি রাজিউন। হুজুরের জানাজার নামাজের সময়সূচী #১নং জানাজা ২৭/১১/২০১৬ রোজ রবিবার, কাদেরীয়া তৈয়বীয়া মাদরাসা ময়দান,মোহাম্মদপুর,ঢাকা। সময়:সকাল ৮ টা। #২নং জানাজার নামাজ, ২৭/১১/২০১৬ রোজ রবিবার বায়তুল মোকাররম মসজিদ ,ঢাকা। সময়:বাদ আসর। #৩নং জানাজার নামাজ, ২৮/১১/২০১৬ রোজ সোমবার, জমিয়তুল ফালাহ জাতীয় মসজিদ,চট্টগ্রাম। বাদ জোহর। #৪নং জানাজার নামাজ, ২৮/১১/২০১৬ রোজ সোমবার, জামেয়া আহমদিয়া সুন্নিয়া আলীয়া ময়দান,চট্টগ্রাম। বাদে আসর। |