শিরোনাম: |
গাজীপুরের টঙ্গীতে ‘জঙ্গি আস্তানা’ থেকে আটক চার
জেএমবির আস্তানা হতে আহলে হাদীছপন্থী "আত-তাহরীক" উদ্ধার
সুন্নীবার্তা ডেস্ক
|
গাজীপুরের টঙ্গীর আউচপাড়া এলাকায় মোক্তারবাড়ি রোডের একটি বাড়িতে ‘জঙ্গি আস্তানা’র সন্ধান পাওয়া গেছে। বৃহস্পতিবার ভোরে ওই আস্তানায় অভিযান চালিয়ে নিষিদ্ধ ঘোষিত জঙ্গি সংগঠন জামায়াতুল মুজাহিদিন বাংলাদেশের (জেএমবি) দক্ষিণাঞ্চলীয় আমিরসহ চারজনকে আটক করেছে র্যাব। আটককৃতরা হলেন- জেএমবির দক্ষিণাঞ্চলের আমির মাহমুদুল হাসান, রংপুরের প্রাইম মেডিকেল কলেজের ছাত্র আশিকুল আকবর আবেশ, যশোরের এমএম কলেজের রসায়ন বিভাগের ছাত্র শরীয়ত উল্লাহ শুভ ও মাদরাসা ছাত্র নাজমুস সাকিব। এ সময় ঘটনাস্থল থেকে বিপুল পরিমাণ দেশীয় অস্ত্র, বোমা, বোমা তৈরির সরঞ্জাম, পিস্তুল, গুলি, জিহাদি বইসহ বিভিন্ন বিস্ফোরক দ্রব্য এলইডি উদ্ধার করা হয়। জঙ্গি আস্তানাটি হতে "মাসিক আত-তাহরীক" এর বেশকিছু কপিও জব্দ করা হয়। "মাসিক আত-তাহরীক" এর সম্পাদক মন্ডলীর সভাপতি হচ্ছেন আহলে হাদীছ আন্দোলন বাংলাদেশের প্রতিষ্ঠাতা ও আমীর ডঃ মুহাম্মাদ আসাদুল্লাহ আল-গালিব। জঙ্গী সংশ্লিষ্টতার অভিযোগে ২০০৫ আসাদুল্লাহ আল-গালিব গ্রেফতার হন এবং সাড়ে তিন বছর জেল খাটেন। জঙ্গি আস্তানায় কট্টর আহলে হাদীছ-ছালাফীপন্থী পত্রিকা "মাসিক আত-তাহরীক" এর উদ্ধার হওয়ার মাধ্যমে সাম্প্রতিক ও বিভিন্ন সময়ে ঘটে যাওয়া বিভিন্ন জঙ্গী হামলার ঘটনায় কট্টর আহলে হাদীছ-ছালাফীপন্থীদের সম্পৃক্ততার বিষয়টি আরও স্পষ্ট হয়ে উঠলো। র্যাবের মিডিয়া উইংয়ের পরিচালক মুফতি মাহমুদ খান জানান, গোপন সংবাদের ভিত্তিতে গাজীপুরের টঙ্গীর কলেজ গেইট মোক্তার বাড়ী রোড এলাকায় একটি ছয় তলা ভবনের চারতলায় জেএমবির প্রশিক্ষণ কেন্দ্রের সন্ধান পায় র্যাব। সে অনুযায়ী আজ ভোর ৪ টার দিকে ঐ ভবনে অভিযান চালায় তারা। ভবনের চারতলা থেকে জেএমবির দক্ষিণাঞ্চলের আমীর মাহমুদুল হাসান তানভীর (২৪) সহ ৪ জেএমবি সদস্যকে আটক করা হয়। পরে সেখানে তল্লাশি করে ফ্ল্যাটটি থেকে উদ্ধার হয় ১টি অত্যাধুনিক বিদেশী পিস্তল, ১৩৩ রাউন্ড তাজা বুলেট, ৩টি কমান্ডো নাইফ (জেএমবির ভাষায় নান চাকু), ৩টি ছুরি, ২টি চাইনিজ কুড়াল, ১টি চাপাতি, ৭টি হ্যান্ডগ্রেনেড, ১৩টি ইলেক্ট্রিক ডেটোনেটর, ৭টি পাওয়ার জেল, ২ কেজি পটাশিয়াম, আধাকেজি সোডা, ১টি ডামি টার্গেট, বিপুল পরিমাণ বিস্ফোরক ও বিস্ফোরক তৈরির সরঞ্জাম এবং জিহাদী বইপত্র।
|