শাইখুল মুদাররিসীন আল্লামা হাফেয মুহাম্মদ আব্দুল জলিল রাহমাতুল্লাহি আলাইহির এক অমর সৃষ্টি। কিতাবটি সমাজে বহুল আলোচিত কিছু বিষয় ইসলামিক দলীল সহযোগে লেখা হয়েছে।পাঠকদের কোন নির্দিষ্ট বিষয় সহজে দেখবার জন্য সুন্নীবার্তা রির্সাস টিম বইটি নির্দিষ্ট বিষয় ভিত্তিকভাবে প্রকাশ করছে।